এইযে পাখিরা তোমরা ডাকছো কেন এভাবে?
এই যে প্রকৃতি
ফেলে আসা স্মৃতি,


তোমরা এভাবে আমায় মুগ্ধ করছো কেন?
তোমাদের মোহান্ধতায় পড়ে
তোমাদের ছেড়ে চায়না  মন যেতে নিগূঢ় নিরালোক কয়বরে।
দেখো না তবে,
সব পড়ে রবে, এমনিভাবে,
অজানতেই যাব চলে ওপাড়ে।


একদিন সত্য হবে আমার মরন
আত্মা যে-দিন  হবে হরণ।
কেন এত মায়া বাড়াচ্ছো তবে?
কেন  প্রকৃতিরা নিপুণভাবে সেজেছো
কেন তবে তোমাদের মোহ-মায়ায় আমায় বেধেছো।