অজস্র পাতা আমার গায় ঝড়ে পড়ে
হাজারো পাখি আমার মস্তকের উপর দিয়ে উড়ে।
সাদা কালো রঙিন ছায়া আমার চোখে বাসে
অজস্র প্রাণী বৃক্ষ বনানী আমায় দেখে হাসে।
বৃষ্টিতে নিরব হয়ে বসে থাকি পুকুর পাড়।
এক দুই তিনটে করে কই মাছ পাড় ঘেষে
বেয়ে আসে আমার দ্বার।
ঘাস ফরিঙেরা লাফিয়ে লাফিয়ে বসে, আমার মাথায়,হাতে নয়তো ঘাড়।


আমি কাঠ হয়ে দাঁড়িয়ে থাকি ফুল বনে
মৌমাছিরা দলে দলে গুণ গুণিয়ে আমার কানের পাশ কাটিয়ে মধু বনে যায় মধু সঞ্চয়ে।
আমি জানি মৌমাছির একটি কামরেও যেন ওষ্ঠাগত...কয়েকটা কামড়ে নির্ঘাত আহত
তবুও আমি হাত বাড়িয়ে দেই তাদের সঙ্গী হব বলে,তবে তারা করে না আমায় সহচর।
তারা আমার হাত বাড়ানিতেই যেন পালিয়ে যায় ভয়ে।


আমি জানি মানুষেরা মৌমাছিকে ভয় পায়
কয়েক দল মৌমাছি একটু একটু করে মধু আহরণ করে নিরব নির্জন  স্থানে একত্রে জমায়
আমি প্রকৃতির সাথে মিশে থাকতে চাই বলে
নানান সাজে সাজি।
রাত্রিতেও প্রকৃতির একই স্বপ্ন চক্ষু বুজি।


রচনাকালঃ=১৫/১১/২০২০।