পাপ করে করে গড়েছি
আমি পাপের পাহাড়।
নেইতো কোনো শেষ হে খোদা
তোমার দয়ার।
তাইতো হাত পাতিলাম তোমারি দরবার।
ক্ষমা করে দাও হে দয়াল মাপ করে দও।
এই অদম পাপীরে নেক
বান্দা হিসেবে কবুল করে নাও।


তুমি রহিম তুমি রহমান
তোমার নামে পড়ে জিকির এই সারা জাহান
তোমি দয়ার সাগর কাদের ও গফফার
তুমি বিনে ক্ষমাকারী নেই কেহ আর।
সব কিছু শোনো তুমি সব কিছু জানো তুমি
সবই তুমি দেখো
তোমার প্রেমের মায়ায় রহম ছায়ায়
সারাক্ষন আমায় রেখো


হে খোদা তুমি রহিম ও রহমান।
তোমার হেদায়েতের অনুপ্রেরণা
দান কর যার অন্তরে
তোমার রহম ছায়ায় রাখো যারে
পারেনা করিতে কেহ তারে অপমান।
পাপী গুনাহগার বান্দা বলে মোরে
দিওনা দিওনা ঠেলে দূরে
তুমি ছাড়া দিশে হারা হাত তুলিয়া
চাইব ক্ষমা কার দরবারে!


রচনাকালঃ-০৫/০৩/২০২০।