রঙ্গিন ভেসে বর্ষার আগমন
গগন জুড়ে বিকট গর্জন।
বিজলীর আলো তীব্র হুংকারে
বুক কেঁপে ওঠে
গরু ছাগল ভেড়া থাকে না মাঠে
মানুষ সকল যায় দৌড়ে ঘরে
পাখপাখালিরা আপন মনে
নিজ বাসায় যায় উড়ে।
মেঘের কালো ছায়ায় ভর দুপুরেই নেমে আসে যেন মধ্যরাতের আঁধার
ঘরে বসে কেহ করে আয়োজন
লুডু খেলার।
বর্ষার আগমনে পুষ্প বাগানে
হাসনাহেনা রজনীগন্ধা করে গৌরব
চারিদিক ছড়ায় হৃদয়গ্রাহী তাদের সৌরভ।
আকাশ মেঘে ঢাকে কখনো
মন আকাশে মেঘের খন্ড যায় চলে
ক্ষণিক যায়না ফেরানো।
বর্ষার রং গায়ে মেখে
গেয়ে যাই গান মনের সুখে
দেখেছি বর্ষার আয়োজন কতবার
কভু হয়না বর্ষা পুরনো