তাহার জন্যে দিয়াছি সবটুকু সুখ জলাঞ্জলি
যেদিক তাকাই তাহাকে দেখি আখি মেলি
সেতো আমায় গেলো ভুলি।
আমায় রাখিয়া অকুল তিমিরে
কোনসুদূরে সে গেল চলি!


কাহার সনে কোন বণে
ছড়িয়ে বেড়ায় তাহার সুর মাধুরী
দেখাইলো তাহার রূপের বাহাদুরী
সে সুরে সুরে কাহার সঙ্গে অন্তরঙ্গে
করিয়াছে আনন্ধপাড়া কোন বণ!
আমায় করিয়া বিজন।


তাহারে পড়িলে স্মরণ বুকে বেড়ে যায় বেদন
যত বেশি হয় তাহায় স্মরণ ততই আমি দহি
করিয়াছে সে মোরে হেলা
নিরবে নির্জনে আমি একেলা
আপনা মনোদহন সহি।
১৯/০৩/২০২০।