সে সুন্দর রূপবতী
নাম দিয়াছি তাহার লিলাবতি
সুন্দর তাহার চিকুর
সুন্দর তাহার কন্ঠরসুর
সে আপরূপা অঙ্গনা
তাহায় নিয়ে আকিঁ মনে আল্পনা
চেয়ে থাকি তাহার নীড়ে
ভালোবাসি যে আমি তারে।


সৌভিক তাহার আনন
সুন্দর তাহার রচন বজঁন।
তাহায় ভালোবাসি কত হয়তো সে জানে না
বারবার তাহায় দেখিতে আসি
হয়তো সে ভালোবাসা বুঝে না।
তাহাকে ফুলে সাজাব বলে
গড়েছি ঢাউস প্রসূন কানন।


আমার সে কাননে,হাজার বারনেও
আসে রঙবেরঙের প্রজাপতি
প্রজাপতি কহে ফুলকে যে বড় ভালোবাসি
ফুল যে মোদের সাথী।
ফুলের সাথে প্রজাপতির মিতালি
তাই বারবার প্রজাপতি
কুসুম কাননে যায় চলি।


রচনা কাল_২২/০৪/২০২০