দেখেছিলাম কামরাঙা
ঘুমের ঘরে স্বপনে
ভেবেছিলাম খাব কত মনে মনে
রেখেছিলাম কামরাঙা সব
পড়ার টেবিলের কোণে
সহসা স্বপ্ন ভেঙে
মেলি দুই আখি
কিছুই নাই যখন দেখি
তখনই যাই আমি রেগে!
স্বপ্ন ও হয় এমন
যেন বাস্তবেরই মতন
এমন করে ঘুমের ঘরে
দেখি স্বপ্ন আরো, কত হাজার শতো
কত দিন হই এমন
স্বপ্ন যুগে ভিতু।