শরৎ এসেছে, কাশফুল হেসেছে, ওই যে দেখো বনে।
পেঁজাতুলোর মতো সাদা মেঘ আকাশে, ওই নীলে ধরা দিয়েছে শরতের আগমনে।


শুভ্রতার হাসি ছড়িয়ে,কাশফুল আছে যে নুয়ে,
সুন্দর পাখি,প্রজাপতি উড়ছে শত আনন্দে গান গেয়ে।
কাশফুল নাচে, মৃদু বাতাসে,কবি দেখে আনমনে ভালোবেসে,,


শ্বেতশুভ্র  মঞ্জুরিবদ্ধ চড়ের কাশ,
তার উপরে বিমোহর নীল আকাশ,


অনন্য রূপে সুগন্ধবিহীন কাশফুলের শুভ্রতায়,
কবির মনে দোলা দিয়ে,ইচ্ছে মতো নাচিয়ে
মন তাদের নিয়ে কত কি ভাবায়,
নিমজ্জিত করে কবিতায়।