অনেক দিবা-নিশি অতিক্রম করেছি বিভ্রম এক প্রহরণ আনন থেকে একটিমাত্র শব্দ শুনার প্রত্যাশায়।
অবশেষে,চোখে চোখ রেখে বলবে যে সে,
অনেক বেশি ভালোবাসি তোমায়।


অপেক্ষমান এই আমি গুনি কত প্রহর,উদ্দীপ্ত মনে আকছার ঘুরি তার শহর।
শুধু একটিমাত্র শব্দ শুনার প্রত্যাশায়।


কানের  কাছে ঠোঁট ঘেঁষে,বলবে হেসে,
দূর বোকা আমায় নিয়ে এত অভিশংকা কেন মনে?
আমি যে শুধুই তোমার,তোমি  শুধুই আমার।


অনেক বেশি ভালোবাসি যে তোমায়।
শুধু আমি এই একটি শব্দ শুনার অপেক্ষায়।