স্বপ্নদের আমি বন্দি করে রেখেছি সিন্দুকে,
পালাবে কোথায়।
স্বপ্নেরা দ্বীনতায় অপ্রীতিকর আকাশ ছুঁতে চায়।


স্বপ্ন আমার একটাই,
তবু হাজার স্বপ্নকে করেছি বন্দি।
তোমরা যদিও মেঘমুক্ত গগন দেখতে  ভালোবাসো,
আমি মেঘবৎ আকাশ দেখেই পাই সন্ধি।


স্বপ্নের পাখিরা ভয়ংকর পৈশাচিক শুধু উড়তে চায়।
ডানা মেলে প্রাণ খুলে অজানা শহর ঘুরতে চায়।