প্রথমে সবুজ, তারপর হলুদ হয়ে যাব।
প্রথমে ফুটব, তারপর আস্তে আস্তে করে ঝরে যাব।
প্রথমে নিষ্পাপ সরল, তার পর কলঙ্কিত গরল
একদিন বয়োবৃদ্ধ -প্রত্ন বলে ডাক পড়বে
শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে
একটা কঠিন সময় আসবে।


হাতের ঘেউ,আস্যের ঘেউ ক্র্যাঁক হয়ে সৌন্দর্য হারাবে।
তখন সবে বৃদ্ধ বলেই ডাকবে।
অনেকটা ক্লিষ্ট হয়ে, দেহে সহজেই গদ-ব্যাধি দেখা দিবে।


লাঠির উপর ভর করে  নিয়ত হাটতে হবে।
আশেপাশে নত্তজোয়ান জীবনযাপন দেখে,
হাতের লাঠি চা-স্টলে রেখে,


বসে বসে পুরনো দিন স্বরণে আসবে।
মনে অনুশোচনা-দুঃখ হবে,
আহা!এমন দিন কি আর পাই ভবে!