মানুষ তোরা হতে পারিসনা
তোরা মানুষ নয়।
তোরা হিংস্র শকুনের ঝাক
আবর্জনায় থাকা কা কা করা কাক।
আজ  করছিস বনিতাদের ধর্্ষণ
তোদের বক্ষস্থল কি একটুও শিহরিত হয়না!
তোদের কি একটুও অক্ষিবিভ্রম হয়না!


ওই একই নারীদের কুক্ষিতে তোদের জন্ম।
সকল নারীকুল তোদের অম্বিকা কিংবা বোন,নয়তো দার।
এ অশ্রাব্য দুষ্কার্যে প্রমানীত তোরা শুকরের দল।
ওরে নরপিশাচের দল।
একাত্তরের মতোই যেন শুনছি কাঁন্না ধর্ষিতার।
একবারও ভাবলিনা  বড় হয়েছিস পান করে
নারীজাতির পয়।
আজ বের হতে পারছে না, রন্ধ্র‍্যে জানানা।
ভয় করে বের হতে বনিতার।
যদি হয় হায়নার শিকার!
তোরা মানুষ নয়।


একদিন ভূম্যধিকারীর কাছে দিতে হবে জবাব
যতই বেড়ে যায় পাপের ফসল
ওরে নরপিশাচের দল।
তোদের অভান্তরে কি নেই ভয়!
ধর্্ষণ করে কত বেশ ধরিস, করিস কত অভিনয়।
ওরে নরপিশাচ তোরা মানুষ নয়


দিন দিন ওঠছে বেড়ে দলে দল বরবর।
আজ বসে  না থেকে গর্জে ওঠি, রেহাই নেই  ওরে তোদের আছে খবর।


রচনাকালঃ-২৭/০৯/২০২০।