কত ইচ্ছা রেখেছি পোষণ করে।
কত স্বপ্ন পাখিদের মতো আকাশে উড়ে।
কত সাধনা,জীবনের যত বেদনা,
রাতের আঁধারে গেছে মিশে।


সারা জীবনের বুকভরা কান্নার জল শুকিয়ে
  উড়ে গিয়ে মেঘ হয়ে ভাসছে আকাশে।


কিছু স্মৃতি জড়াতে চাই অশ্বত্থ গাছে,
বট-বৃক্ষ তলে বসে, মৃদু মিষ্টি ঈষৎ হেসে
চিন্তনকে অভ্যর্থন জানিয়ে,আবার উড়িয়ে দিয়েছি বাতাসে।