পৃথিবীর সাথে সূর্যের যেমন ভালোবাসা
সূর্যের সাথে সূর্যমুখীর যেমন ভালোবাসা
অম্ভের সাথে মৎস্যের যেমন সম্পর্ক
অক্সিজেনের সাথে প্রাণীর যেমন সম্পর্ক
এমন অন্তরঙ্গতা,এমনই ভালোবাসা চাই
সব ব্যতীত,অন্ধকারে ভালোবাসা পাই।


অন্ধকার আছে বলেই আলোর এত দাম।
আরো জানি অন্ধকারে মৃদু মৃদু আলোর ঝলকানি
বড় সুশোভন জোনাক পোকার নাম।


আকাশের বুক টুটিয়ে দিনমণি উকি মেরে চেয়ে থাকে পৃথিবীর দিকে।
তার মাহাসত্য ভালোবাসায় পৃথিবীর জীবন উজ্জ্বল হয়।


রজঁনি শেষে অপূর্ব রূপ পায় ধরনী।
অনেক সংগ্রাম,বাধা ভিঘ্নতা বেধ করে চন্দ্র নামক উপগ্রহ প্রেম বিলিয়ে দেয় বলে  জ্যোতির্ময় এবং চন্দ্রাতপ হয়  অচলার যামিনী।