ভালোবাসা কোথা থেকে আসে?
কেউ কাঁদে কেউ হাসে।
কেউ মরে কেউ বাঁচে,
ভালোবাসা কোথা থেকে আসে?


ভালোবাসা কি অনিল?যখন মন চায় মানুষের ভিতরে প্রবেশ করে,যদি খোলা পায় খিল!
ভালোবাসা কি হাসনাহেনা ফুল?
রাত্রী যত ডহর হয়,ততই চড়িয়ে পড়ে তার
পরিমল।
ভালোবাসা কি আকাশ থেকে নামে?
কখনো তারকার মতো ঝড়ে পড়ে, কখনো সূর্রযের মতো উষ্ণ,আষাঢ়ে নেমে আসে গ্রীষ্ম,
কখনো মনে হয় সলিল, কখনো মনে হয় অনল।


ভালোবাসা কোথা থেকে আসে?
তবে কি ভালোবাসা  আবেগে মিশে থাকে?
পরে স্থুলবুদ্ধি-হয়ে মস্তিষ্কে বাসা বাধেঁ?
ভালোবাসা কি ডোপামিন?
নরপাইফ্রাইন দ্বারা পরিহিত হয়?
তবে ভালোবাসা কি সেরোটোনিন মাত্রায় হ্রাস পেয়ে একসঙ্গে মিলিত হয়?


নিশ্চয়ীকৃত নয়? ভালোবাসায় কখনো কাঁন্না, কখনো বেদনা, কখনো সুখ, কখনো শীতল আপন বুক।
এই ভালোবাসা কোথা থেকে আসে?
ভালোবাসা কি  ইনফোগ্রাফিক?একজন অন্যজনকে ছাড়া বাচেঁ না!
এ খামখেয়ালী ভালোবাসা কোথা থেকে আসে?
কেউ কাঁদে,কেউ হাসে।
কেউ মরে কেউ বাঁচে।
ভালোবাসা কোথা থেকে আসে?


রচনাকালঃ-১৩/০৯/২০২০।