তব করিয়া ধাবন, অগ্নিশিখা,প্রলয়নাচন,
         আজি লিখি,নব রূপে শিখি প্রাক্তন বচন।


নহলী চোখে হেরি উড়ি ঘুরি ভুবন,
ধনে বড় নহে, নিত্যই মনে গীত গাহে,
বড় কহে জ্ঞানে,যদ্যপি হয় অকিঁচন।


                চিত্তে জমে দ্বেষ,টাকার স্বাদে,
           অনাড়ি ফাঁদে পড়ি কেন ভীরাই ক্লেশ?।
         লোভ-লিপ্সা ,জ্ঞাতিত্ব বিমল ভালোবাসা
                   বেবাক করে শেষ।


  দূরে ঠেলি পাপ,মনে জোগাই পুঁজি  সাধুতার সংলাপ।
            পাল্টিয়ে মত,এবার চলি পথ,
    ভিন্ন রূপে সাজুক ভুবন,পূণ্যে গড়ি জীবন।