একদিন কবিতাকে আমি খুব জোরে মারি একটা ঘুষা।
অচিরাৎ কবিতা নিস্তব্ধতা অবলম্বন করে,
সে কোনো রকম বৈপরীত্য না করে আমার থেকে দৈবাৎ যায় দূরে।
আমি কবিতাকে কতবার বিস্মৃত হওয়ার প্রচেষ্টা করেছি,কবিতা কতবার নিরবে দেখে গেছে আমার তামাশা।


লেশ পরেই কবিতার সাথে তৈরি হয় আমার সৌহার্দ্য।
আমি ভুলতে পারিনা কবিতাকে,কবিতা আমাকে,আমার অধীত জ্ঞানকে তার  রাজ্যে টেনে নিয়ে যায়,
আমার শয়ন কেড়ে নেয়। পুরো স্বপ্ন জুড়ে কেবল কবিতা আর কবিতা।
মাঝে মধ্যে আমি বাকশক্তি হারিয়ে ফেলি কবিতার চারুত্বে,তখন হাজারো শব্দ আমার কানে আসে,আমি কিছুরই প্রতিবাষ করি না। কবিতা আমায় প্রদান করে  এক নিরবতা।


কবিতা আমার লোহূতে মিশে গেছে,মন আর মস্তিস্ক জুড়ে বাসা বেধেছে,
তাইতো ভুলতে পারি না।
পারি না পারি না কিছুতেই ভুলতে পারি না।
ভুলতে পারি না কবিতা কে
সর্বদাই কবিতার দু-টি হাত বাড়িয়ে দেয় আমার দিকে।


রচনাকালঃ২৩/১২/২০২০।