আকাশের মেঘলা কালো তখন দূর হবে
যখন এক ফসলা বৃষ্টি ঝড়িবে।
প্রমত্ত পাবনে হাওয়ার মতো
কলেবর থুবড়ে পড়ে যদি  মনের ঔৎসুক্য
প্রখর মোর,পূর্ব আকাশের রক্তিম
সূর্যটা আমায় চুম্বন করিবে,
তার আতপ্ত রক্ত মেখে অত্যুষ্ণ হইবে মোর দেহ, যেইদিন শাশ্বত আত্না আমার নিলিমায়
ভেসে বেড়াবে,হয় দ্যুলোক নয় নরক ললাটে জুটিবে, সেদিন কে দেখিবে আমায়?
নীল আবরনে গুণ্ঠিত শরীরটা নীল সাগরে যদি আসিও ফিরিয়া এই ভবে,কে দেখিবে?
সাগরের স্রোতে মিশে যাই যদি?
যদিও চোখের অশ্রু ফেলে খাদি?
তবে কে দেখিবে? সাগরের স্রোতেই মিশিয়া যাবে চক্ষুর জল।