মা.......


এক অক্ষরে নাম যে সে,
সে মোদের মা!
স্রেষ্ট তিনি এই পৃথিবীর,
যার হয়না তুলনা!


দশ মাস দশদিন তোমায়,
করেছন গর্ভে ধারন।
স্ব-যন্তে রেখেছে তোমায়,
করেছে লালন পালন।


দশ মাস যায় দশ দিন,মা..
চাওয়াতেই দেখলে জগৎরূপ।
তোমার দুঃখে দুঃখী তিনি,
হয়েছে তোমার সুখ।


হাটতে গিয়ে হোঁচট খেয়ে,
যখন পেলে ব্যথা।
বকে তুলে দিয়েছে আদর,
আর ছাড়েনিতো একা।


গভীর রাতে ঘুম না আসে,
আদর ছোয়ায় বলেছে সোনা ঘুমো।
সোহাগ ছোয়ায় জড়িয়ে তোমায়,
দিয়েছে তখন চুমো।


আজকে যখন বড়ো তুমি,
মা.....তোমার পর?
মায়ের জন্য জটেনা এখন,
তোমার ছোট্টো কুটির ঘর!


কেনো খুঁজো আশ্রম,
কেনো খুঁজো রেল লাইনের ধার..?
মনে নেই!এই রেল লাইনের রাস্তা,
ধরে সেদিন মা তোমায় করেছিলো পার!


বিপদে আজ পরলে তুমি,
তখন সবাই...তোমার পর!
পাবেনা ঠাই কারো কাছে,
হবে বন্ধ সবার ঘর।


আজও তুমি হোঁচট খেলে,
কেউ না তোমার আপন।
আজ কেউ মা তুলবে বুকে,
তোমায় করবে আদর যতন।


মা তোমার আলোর জগৎ,
তার তুমি চেখের মনি।
মায়ের মুখে খুশি দিও,
দিওনা চোখে পানি।