আমি খুব সহজ করে বাংলায় বলি
মায়ের ভাষায় ভাইয়ের ভাষায়
বলি প্রাণ খুলি ।


বাংলা আমার মায়ের ভাষা
প্রাণে আছে মিশে,
কড়িতে নয়, সোনাতে নয়
পেলেম বলো কিসে ?


পাখি ডাকে’ নদী বলে, তবে
কোথা পেলে ভাই?
নানা দেশে নানান জাতি এতো
মধুর ভাষা শুনি নাই ।


চাষা-ভুষার প্রাণের দাবি
মায়ের ভাষায় হাসা,
বীর শহীদের রক্তে কেনা
আপন বাংলা ভাষা ।