ফুলের দলে                  
গাছের ডালে
'কিচিমিচি পাখি ডেকে যায়,
          -তোমার ভাষায়            
              কথায় কথায়
মোরা সবে তৃষ্ণা মেটায়।


ডালে ডালে                
ফুলে ফলে
ছড়িয়ে ছিটিয়ে যেথা,
             -বলে তারা                    
              হচ্ছে সারা,
মাগো তোমার শেখা কথা।


দোয়েল কোয়েল          
হাজার ফুলেল
দেখি কৃষ্ণচূড়ার ডালে,
            -কথার ঝুড়ি                
               ভুরি ভুরি,
আজ দিচ্ছে তারা ঢেলে।


আকাশ পানে              
পাখির গানে
একই ধ্বনি শুনি,
            -তারা তবে                  
            গাইছে সবে,
তোমার জয়ের ধ্বনি।


মায়ের ভাষায়            
ভাইয়ের ভাষায়
সব উচ্চ-শিরে-চলি,
              -আপন হরষে            
                ক'রম্য-রসে,
মোরা বাংলায় কথা বলি।


_________
  ২৭/০৩/১৭
অমর একুশে হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়