আলোআঁধারির এই নিমীলিত নিখিল সংসারে,
অনেক খেয়েছি, অনেক পেয়েছি, প্রভু কি দিয়েছি তোমারে ?'


জীবন মোর যতই ক্ষুদ্র দিলেন মোরে একসমুদ্র
পাহাড় সমান আহার দিলেন, উজাড় করে একেবারে ।
অনেক খেয়েছি, অনেক পেয়েছি, প্রভু কি দিয়েছি তোমারে ?'


তারাভরা আকাশ দিলেন নন্দনকানন ফুল,
অচেনারে চিনিয়ে দিলেন গন্ধলোভে অতুল।
তোমায় দেবো কি সাধ্যি মোর দিতে পারি বড়জোর
নিলে নিতে পারো, মাটির খাঁচায় তৃণ অচিন পাখিটারে ।
অনেক খেয়েছি, অনেক পেয়েছি, প্রভু কি দিয়েছি তোমারে ।।'