নিভিড় নক্ষত্র হতে আলোকছটা খসে খসে
প'ড়ে; ঝিঁঝিঁর শব্দ আরো লীন হয়ে আসে
মধ্যনিশীতের ধুম্র আঁধারে... জোনাকির আলোয় ভেসে


আঁধার আরো গাঢ় অন্ধকার হয়ে নামে: শুধু
হেমন্তীকার নরম শিশির ঝরে ধু ধু
গোলক পৃথ্বীর প'ড়ে; আর রিনিঝিনি সত্য মৃদু


কোমল স্নিগ্ধ নগ্ন হিম বাতাস বয়
কোন এক তীর্থ হতে গোলাপ নয় শিরীষভাঁট নয়
শিশির ধোয়া হাওয়া টুটে চিরযৌবনময়


বিস্মিত জীবিত চাঁদাবৎ নবারুণ চালতাফুল
কুড়িয়ে এনেছি নির্দোষ মৌরীমুকুল
হতে; শঙ্খচিলের দৃষ্টি অঘোচর তাবৎ করুণ ভুল


মৌমাছি কহিলা একবার- সে বিধবা তাঁর পতি
আলোকসখা ধ্বসে গেছে: তাঁর শব অধিপতি
ও নিশ্চুপ রূপ লও... করুণা তোমার প্রতি