ধরো এই প্রথম প্রেমে পড়লে তুমি,
সমুদ্র যেমন ফুলে উঠে মৌসুমী হাওয়ায়


হাঁটতে শিখেছ ঢের আগে..
হামিং বার্ডের মতো এদিক সেদিক নড়ে বসো আহ্লাদে
কেঁটে গেলে চিৎকার করো দৌড়ে এসে ফোকলাদাঁতে; আর
মফস্বল খুনের শহরে আমি সমুদ্র সন্তান।


প্রেম তোমাকে ইশারা করেছে- কড়া নেড়ে যায়__কতবার
কতবার করেছি অগাধ অপরাধ__একবার তো উবু হয়ে শুয়ে
ছিলাম এমন ভাবে যেমন মা পাখি খাবার তোলে দেয় নীড়ে
শান্তি পেয়েছি; তবু মনে মনে কেঁদেছি সমস্ত শরীরের ঢেউয়ে


চুরি করেছি মুগ্ধ আলোকিত মুক্তা যেমন মুগ্ধ করে সমুদ্র
চাঁদের মতো : সুসভ্যতার আলো হারিয়ে কাঁদে সূর্য!
কেউ চুরির অপরাধে খুনি হয় দিব্যি
কি আশ্চর্য! ভালোবেসে খুনি হয় কেউ আবার
জানি তুমি ঈশ্বরকেই আলিঙ্গন করবে; কারন আমি খুনি।”