কমলালেবু পৃথিবীর বাইরে কোন উপত্যকায় ছুঁড়বে আমাদের, হে ঈশ্বর!" মাটি চাপা দেবে দাও সেই বিমর্ষ পৃথিবীর কোলাহলে । জলে ডুবিয়ে মারবে দ্যাখো তাও পৃথিবী কিনারে । আগুনে পুড়িয়ে ভস্ম এটাও তো ঝুলন্ত পৃথিবীর কোলে । আমি বেঁটে হয়ত একটু লম্বা করতে পারো, দেখতে কুচকুচে ছাই তাহলে সুশ্রী করবে আরো- কিন্তু মারো কাটো আর যাই করো, এসবের কিছুই করতে পারবেনা । কারন, তোমার প্রতিশ্রুতি ভঙ্গ হবে! আচ্ছা ঘুরেফিরে কি দাঁড়াচ্ছে, পৃথিবীর বাইরে কোথায় নির্বাসন দেবে আমাদের; শনি,__ মঙ্গল,__ ইউরেনাস; সমস্ত সৃষ্টিইতো তোমার রাজ্য । এসবের বাহিরে আমি তোমাকে এমন এক রাজ্যের সন্ধান দিতে পারি' যা দেখে তুমি ঈর্ষাণ্বিত হবে নিশ্চয়! দেবদূতগন ডানা ঝাপটে জন্মাতে চাইবে মর্ত্যলোকে মানুষী শরীরে । শশীতা(নারী) যখন চোখের তারা এই চোখে ধরে আমি এক ঈশ্বরকে দেখি, দেখি হাঙরের মতো উজ্জ্বল নক্ষত্র ও ভয়ঙ্কর স্বর্গোদ্যান সুন্দর ।