ঐ নিরুচাঁদ যখন দেখেছে তোমায়,
লজ্জায় সে ওগো হয়ে গেল লাল ।
রাত কেটে ভোর হলো- মিঠেকুড়ে সোনালী সকাল!


বৃষ্টির সুর আর ঝর্ণার গান
পথ হারায় অনুভূতির কোলাহলে...
প্রেম অপ্রেম জ্যোৎস্নার ছায়া খুঁজে
তোমার বিষণ্ন শাড়ির আঁচলে
আকাশরে বুক ফেঁটে কান্না ঝরে বিভোর ঘোরে চন্দ্রমাতাল


বাতাশের গন্ধ্যে তুমি কেশ ছড়ালে পাখির গানে গানে,
তারার মেলা বুঝি, সুরের বেলায় ছুটে বসন্তবাতায়নে
ঠিকই তারা নেবে চিনে,
‌চৈতি হাওয়ায় কাছে টেনে_
কাছে টেনে নেবে কুহক ভেঙ্গে ফেলে কাঁচের দেয়াল ।