একলা বসি হিসেব কষি, ভাবুক মনে মনে—  
ক্ষুদ্দুর থেকে একসমুদ্দুর ভাবি ক্ষণে ক্ষণে!


মাথায় কত প্রশ্ন আসে, সত্যি বৈকি মিথ্যি
উপরনিচে আগেপিছে বলে বেড়াই নিত্যি—


কেন “টুকটুকে লাল কয় বিকেলের রবীরে
আলো কেনো কালো হয়, রাত্তিরে গভীরে ?”


কাঁচা আম বুড়ো হলে, পাকা বলে তাহারে
সবুজের ঘা মেরে হলুদ রঙ—এর বাহারে!


জলের রঙ যেমন তেমন আকাশ কেন নীল?
পাত্র ভেদে জলের কাঁধে রঙেরা ঝিলমিল!—


ছোট্ট কেন বাড়ে তব বড়র কেন কুঁজোর ভয়,
“কুঁচকুঁচে কালো চুল কেন, ধবধবে শাদা হয়?”


“জাত্রে-গোত্রে অমলধবল সবাই সবার দখলে,
হিন্দু-মুসলিম-বদ্যি-ওজা মানুষ বলি সকলে”।


বিদ্যেবুদ্ধি সবই আছে, আমি কিন্তু মুখ্যু নই,
রঙের-মেলা এসব-খেলা জাননা তোমরা কেহই।