ঝর্ণা ধারা ছলছলিয়ে,
বয়ে চলে কলকলিয়ে
ঝরোঝরো বিষ্টি পড়ে,
মরোমরো পাতা ঝরে
ঝিলিমিলি রবি উঠে,
খিলিখিলি হাসি ফোটে
পাখি গায় কিচিমিচি,
মৌমাছিরা নাচিনাচি
কথা কয় কানাকানি,
বাজনা বেজে রিনিঝিনি
পাখি সব করে রব,
তবলা বাজে ধপাধপ
চুকচুক দুধের থালে,
দুধ খায় বিড়ালে
কানামাছি ভো-ভো,
যাকে পায় তাকে ছোঁ
প্রজাপতি তিড়িং বিড়িং,
আর-পিছু নাচে ফড়িং
ঝিঁঝি পোকার ঝিঁ-ঝিঁ,
জ্বলে-জ্বলে জোনাকি
আধো-আধো নিশীতে,
উড়ে উড়ে আলোতে
ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে ব্যাঙ,
চিড়িংবিং তুলে ঠ্যাঙ
টিকটিকি টিক-টিক,
পোকামাকড় ঠিক-ঠিক
গপ-গপ গিলে ফেলে,
হাতে-নাতে ধরতে পেলে
অট্টহেসে কুটি কুটি,
তারা জ্বলে মিটিমিটি
সুন্দর উজ্জ্বল নির্মল,
চঞ্চল আহা গগনতল