দেখা হবে হয়তো তো বা
তুমি আগের মতো নেই
তোমার দুহাতে লাল রেশমি চুড়ি
লাল ঠোঁটে মুচকি হাসি
তবে ঢেউ ভাঙা নদীর চর
আমি ও আগের মত নেই
গল্প হবে আগের জোশ অন্য রকম
তোমার সিথিঁর কেশ উড়ানো
ফিল্মস মেঘাচ্ছন্ন ডুবো ডুবো
সূর্যের ক্লান্ত হাসির এক বিরহ চাহনি
আগের ঢেউয়ের বিশালতা
মৃত কিশোরীর প্রেমিকের
শোঁকের ছায়াজাল