ছাত্র তুমি,
তুমি জাতির অগ্রগতির প্রতিক।
ছাত্র তুমি,
তুমি দেশের বীর সৈনিক।
ছাত্র তুমি,
শিক্ষা তোমার ভূষণ।
ছাত্র তুমি,
কেন রাজনীতিতে হচ্ছ দূষণ।
ছাত্র তুমি,
কেন তোমার হাতে কলম নেই।
ছাত্র তুমি,
অস্ত্র কেন কোথায় তোমার বই।
ছাত্র তুমি,
তোমার উপর থাকবে সবার আশীর্বাদ।
ছাত্র তুমি,
তোমায় কেন দেবে সন্ত্রাসী অপবাদ।
ছাত্র তুমি,
কেন হবে মাদকে মাতাল।
ছাত্র তুমি,
কেন হবে কারাগারে তোমার সোনালি সকাল।
ছাত্র তুমি,
তোমার হাত কেন রাংগাবে খুন।
ছাত্র তুমি,
কেন তবে রাজপথে জ্বালাবে আগুন।
ছাত্র তুমি,
কেন নিভে যাবে জ্ঞানের অগ্নিশিখা।
ছাত্র তুমি,
জীবন মানেই তোমার পরীক্ষা।
ছাত্র তুমি,
জালাবে ধরণীতে জ্ঞানের আলো।
ছাত্র তুমি,
যত কুসংস্কার তোমাতে ঝমকালো।
ছাত্র তুমি,
আছো আশার আলো হয়ে।
ছাত্র তুমি,
দেশের গর্ব তোমায় নিয়ে।
ছাত্র তুমি,
সবার উপরে তোমার শির।
ছাত্র তুমি,
তুমি জাতির শ্রেষ্ঠ বীর।
ছাত্র তুমি,
স্পর্ধায় মাথা তোলার ঝুকি।
ছাত্র তুমি,
তোমার মধ্যে আগামীর সম্ভাবনা উকি।
ছাত্র তুমি,
এসময় তীব্র আর প্রখর।
ছাত্র তুমি,
তোমার মধ্যে নিহিত ভয়ংকর।