মানুষ ওপর দেখে
হয় সূন্দরের পূজারী,
ভিতরে থাকে অপরুপ নিহিত
ভাবেনা তা তড়িঘরি।
সূন্দর দেখেই তুমি
কেন কর তাকে পছন্দ,
হতে পারে সে কৃষ্ঞ
নিহিত আছে তাতে সাচ্ছন্দ্য।
দেখলেই ওপরের স্বরুপ
বল এ বড় শোভিত,
ওপর করে নির্নয়
যায়না বোঝা ভেতরে কি নিহিত।
সূন্দর দেখেই করনা
সূন্দরের গুনগান,
ওপরে আবৃত অন্যকিছু
ভেতরে হিরণ্য সমান।