কে তুমি হে অচেনা সপ্তর্ষি?
চিনেছি তোমায় পূণ্যাত্মা পাপমতি।
কোন সন্ধ্যা প্রদীপ এর ন্যায় এ আগমন।
আমার নেই কিছু,হারিয়ে সকল-
আমি মেঘলুপ্ত।
দিশার কঠিন আলোয়--
আমি যুগান্তর।
রাজর্ষি হতে প্রেম তল্লাটে সিংহাসনচ্যুত!
যথাবিধি মরণ আমার মেঘাবৃত।
তবেকি প্রেম দেহত্যাগ করল?
প্রানধিক প্রেম আজ মোহনিদ্রায়।
আমি নতুন করে কিছু চাইনা।
ফিরে যাও তুমি,ফিরে যাও
--হে সপ্তর্ষি।
প্রেম আমার জূপকাষ্ঠের বলি।
আমি ফিরে যেতে চাইনা!
রথদেখব,হয়ে আমার বনের
--বনস্পতি।