পুলিশ ডাকেন হাওলা বেটা যাব পর পাড়ে
ঘাটে নেই-কো ভেলা,নেই- কো তরী যাইব কি করে?


ঠশা বলেন কেনা গরু,চালান খানি নেই- কো মোর হাতে
আছে চালান শ্বশুর বাড়ী,শ্বাশুড়ী আম্মার ঘরে।


উচু মাথায় বলেন ঠশা সত্য গরু কেনা
জোড়া গরুর দাঁতের বাধন বলতে পাড়ব না!


পুলিশ সাহেব ভিজে এসে হাওলা বেটাক ধরে
হাওলা বেটা কি শুনেছিস,এই বলিয়া মারে।


ঠশা বেটা হাল ছাড়িয়া বাড়ী ফিরে এলো
বধু বলেন গোসল সাড়ো মার্কেটেতে চলো।


ঠশা রাগ করিয়া মারেন বধুক,গরু চোরার বেটি
চোরা গরু ভাবিয়া পুলিশ মোক মারিল আজি।


ধান বুনিবেন না পাট বুনিবেন শোনেন আম্মাজান!
এই বলিয়া আমার পিটে পিটিয়ে ভাংলো ডাং।


শ্বাশুরী ঠশা বলেন কথা,পান সুপারি ধরো
দুই চার কথার চেল্লা পাল্লায় মানুষ হল জরো।


হাতা ঘুরিয়ে দেখেন বুড়ি,পাট পাকাইছে বুড়া!
চেয়ে দেখ,পুত্রবধু হাড়ি বাসন ভেঙে করছে গুড়া।


পাট পাকানো চিকন মোটা তোর কি চিন্তা ধরে
এই বলিয়া ঠশা বুড়া বুড়িকে ধরে মারে।


বধির ব্যক্তিক যা বলিব,তা শোনেনা বাড়তি কিছু শোনে
ওরা যা বোঝেন তাই ভাবেন,তাই মানিয়া চলে।


ছোট্ট কথা বোঝে বধি,ধমক দিতে নাই
প্রায় কথা ইশারায় বোঝেন বধির ব্যক্তি  ভাই।