হে নারী
     তুমি কেন এত বহুরূপী?
    তোমারি আঘাতেে পুরুষেরা আজ বিদ্ধস্ত
    তোমারি পরশে আবার পুরুষেরা হয়
                             সফলতায় উদ্দিপ্ত।


হে নারী
     তুমি কেন এত বহুরূপী?
     তোমারি অশোভন ব্যবহারে পুরুষের
     নয়ন আজ জলে সিক্ত
     তোমারি পরশে আবার পুরুষেরা
     অন্ধকার তারিয়ে পৃথিবীকে করে
                         আলোয় উদ্দীপ্ত।
হে নারী
     তুমি কেন এত বহুরূপী?
     তুমি পারো পুরুষকে অন্ধকারে ডোবাতে
     তুমি পরো পুরুষকে
                           আলোয় উদ্দিপ্ত করতে।


হে নারী
     তুমি কেন এত বহুরূপী?
     তোমারি একটু ভালোবাসায় পুরুষেরা
     করতে পারে সব কিছুই জয়
     তুমি যদি হও নির্দয় তাহলে পুরুষের
     জীবনে আসবে
                            বার বার পরাজয়।