জাতির মান শিক্ষা গান কর্মে জাতির প্রান
সকল ধার্মীক এক জাতি শিক্ষাই জাতির মান।
ধীর মনে বেচা কেনা স্থীর দাড়ি ওজন
নীভিরতা বোঝাপড়া খুশি খেলে ভোজন।
এক মনে উপসনা পুনরতা সাধন
দশে নিলে চাহে যা তাহে নির্বাচন।
ক্ষুদা ভোজন ভুত পোষে ব্যবহারে মানা
মাতুলে আশেক হারা বাড়ে দুর্ভাবনা।
সরলতা লোভ দমন দেলে রেখে গুন
ধর্য্য হন সহ্য মান রায় রক্ষা খুন।
সৎ কর্ম ন্যায় কাজ বুঝি গুরুর মান
সৎ জ্ঞান ধন ভান্ডার খুশি মনে দান।
ন্যয় কাজে আদেশ পূন্য অন্যয়ে মানা
আভাস শব্দে হেরে কান শঠিক জানা।
সঙ্গির মিলন যোগে আসে নির্ভাবনা
সুধা ভাবে আদর গিনি মিলন হবে না।
কেহ থাকে ওলিগলি রইছে পর্বত বনে
কেহ যেন ঝাড় জংলায় বাস্ত্য নির্জনে।
চলার বাহক মটর ঘোঁড়া জাহায নৌকা জানি
বিরোধীগন অত্যচারী নেই-কো হানা হানি।
সব মিলিয়ে জগত বাসি ঐক্য মজার থান
মোদের মত কয়টি দেশ রয়েছে রূপবান।
কলকারখানা বাড়ছে শত শিল্পপতির মান
বেকার মোরা রইবো না-কো গাইবো কাজে গান।
নারী পুরুষ সম্মিলিত  আপন কাজে হেন
কাজ বিনে অলস বাড়ে খেটে খাব যেন।
শিশুর কর্ম বিদ্যা আগে,বিদ্যা মানে ধন
বিলাস করলে ফুরায় না বিদ্যা জানে সর্বজন।
যতই বিদ্যা বিলাসিতা ততই  বাড়ে জ্ঞান
শিক্ষা গড়ে কর্ম হাতে টেনে আনবো ধন।