গাইবান্দা জেলায় জন্ম হয়েও
চরিত্রের হিরো সামিউল
ভুলে ভরা জীবন যাহার
জীবন যুদ্ধই ভুল।


পাওয়া,না পাওয়ার জীবন যুদ্ধে
অনেক সময় গত
অনেক পাওয়ার মাঝেও এখন
যুদ্ধে জীবন ক্ষত।


জন্মের আগেই দাদা হারিয়াছি
কিশোর বয়সে নানা
খেলার সাথী বোন পেয়েছি
দাদীর মৃত্যুেই ছায়া।


শিক্ষার আশায় বাড়ী ছেরেছি
হারাইছি মায়ের আদর
চলার সাথী বন্ধু পেয়েছি
পাইনি বাবার শাসন।


স্বাধীন দেশে জন্ম নিয়েও
দেখছি সৈর শাসন
যোগ্য হয়েও বেকার আছি
ছিল রাষ্ট্রনীতির দমন।


জীবন যুদ্ধে হার মেনেছি
চাকরীর আশা ছাড়ি
পাওয়া,না পাওয়ার জীবন যুদ্ধে
একটা সঙ্গি খুজি।


ভাগ্যের গুনে পেলাম সুন্দরী
নামটি তাহার সীমা
বোঝার আগেই করলাম বিয়ে
অনেকের ছিলো মানা।


সাত সদস্যের পরিবারে
শিশুর অভাব ছিল
সাদিয়া ফু ফুর সঙ্গি হতেই
তাসফিয়া মনি এলো।


জীবন যুদ্ধে কি পেয়েছি
এইটা বিষয় নয়
চলার পথে হারিয়াছি সময়
এটাই বড় ক্ষয়।


জীবন যুদ্ধে হার মেনেছি
নছিব বাবুর খেলা
কেমন করে করবেন যুদ্ধ
ভেবে রাখছে আল্লা।


বয়সের ছাপ পড়ছে মাথায়
নিত্য চুল ঝড়ে
জীবন যুদ্ধের অংশ ভেবে
ইবাদত করবো আগে।