নিঃশব্দ নীরবতা
বলছি কবরের কথা
           এ যেন এক কঠিন সত্যতা
           প্রকৃতির সব মায়ার বাধন ছিন্ন করে
           চলে যেতে হয় আপন গন্তব্যে
                             এ যেন বিধাতার আইনে বাধা
                                     এটাই বাস্তবতা।
নিঃশব্দ নীরবতা
বলছি কবরের কথা
          এ যেন গন্তব্যহীন পথিকের চলার বাধা
          মহুর্তেই ঘুরিয়ে দেয় গন্তব্যের চাকা
           ভাবে,যেটুকু করেছি ধন সবই বৃথা
                            এ যেন বিধাতার স্বার্থপরতা
                                    এটাই বাস্তবতা।
নিঃশব্দ নীরবতা
বলছি কবরের কথা
           এ যেন মানব জগতের এক অম্লান বাণী
            যা,মুছে দেয় সমাজের ভেদাভেদের গ্লানি
            যার ছায়াতলে কেটে যায় চক্ষু অন্ধের ছানি
                           এ যেন বিধাতার একক খেলা
                                   এটাই বাস্তবতা।
নিঃশব্দ নীরবতা
বলছি কবরের কথা
           এ যেন বিধাতার মুক্তিহীন কারাগার
           যেখানে নেই কোন আপিল নেই কোন জামিন
           যে কোটে তিনিই জজ তিনিই বাদী,তিনিই শাস্তিদাতা তিনিই রক্ষাকর্তা
                                  এ যেন বিধাতার দায়বদ্ধহীন ক্ষমতা
                                               এটাই বাস্তবতা।