আসসালামু আলাই কুম শ্রোদ্ধা নিবেদন,
ভালোবাসার পত্র পড়ো আকুল আবেদন।
ভালোবাসার পত্রখানি জরুরী করে দেখা,
আমি স্বামী তুমি বধু,বধু পত্র লেখা।
কচি বয়সে যৌবন তোর টক না তেতো সদ,
অকালে বিয়ে করো তুমি নিষ্টুর বদ।
দিন রজনীর ভালোবাসায় মেঘলা ফাঁসা রোদে,
কেশ ছড়ায়া ছিলেন বসে ভালোবাসার রুদুরে।
আমার রজনীর কাজলা ভুরু রঙ্গ সেমা বধু,
হাঁসলে জাগে চন্দ্র তারা ঢালছে মুখে মধু।
তোর স্মৃতি চোঁখের সীমায় জাগলে মাতে মন,
কেছ ছক ঠোঁট দুইটি তোর মুখটি রূপের গান।
বেলুন যেন কুঁন্দে কাটা যেমনি দুইটি হাত,
মাথায় কোকরা কেশগুলো যেন বাশির ছিদ্র নাক।
পাট গাথা দাঁত মুখে সাজানো তার পিরী,
সাহিত্যিক মুখে ভাষা যেন কানে শুনি ফ্রি।
মুখ মন্ডল টস টস যেমনি দুইটি গাল,
আমার চোঁখে তোর ভাব করে চলা চল।
রজনীর চোঁখে কাজলা পাতা সুরমা তথায় মাখা,
ভালোবাসার শত রূপ সংসার গাতা।
তুমি বধু আমি স্বামী দুই মনের সাথী,
ভালোবাসায়  শ্নেহ রয়,বধু পত্র ইতি।