কবিতা লেখা আমার মনের খোরাক
সামনে হাস্যকর বাধা যতই দাঁড়াক।
আমি কল্পনায় আকঁবো মনের ছবিটা
বাংলা সাহিত্যে লেখব হাজারো কবিতা।


আমার কষ্ট কলম,দুঃখ খাতা
কবিতা লেখব হাজারো পাতা।
কবিরা,কেন হবে ছন্নছাড়া?
আসলে তারাই প্রকৃত উদারমনা।


দুঃখ হাসি নির্যাতনের ব্যথা
কবিতায় থাকে সমাজের কথা।
রবীন্দ্র,নজরুল,মাইকেল যারা
স্বরণীয় হয়েছে কবিতার দ্বারা।


কবিরাই লিখেছেন নারীদের অধিকার
তাই পুরুষরাও করেছেন দৃষ্টি উদার।
কবিতায় থাকে হাজারো বাণী
মুছে দেয় সমাজের ভেদাভেদের গ্লানি।


কবিতায় আছে প্রকৃতির সৌন্দর্য্যের কথা
জানতে পেরেছি সৃষ্টিকর্তার সীমাহীন ক্ষমতা।
কবিতায় লিখেছে কৃষক, শ্রমিক, রাজার কথা
তুলে ধরেছে পাকিস্তানি নির্যাতিত শাসন ব্যবস্থা।


কবিতায় জেনেছি একাত্তুরের দুঃখিনী মায়ের কান্না
কেমন করে জ্বালাইছে আগুন,লুটাইছে অন্নদানা।
বাহান্ন,উনসত্তর, একাত্তুরের সীমাহীন নির্যাতন
কবিতায় জেনেছি অতীতের ঐক্যর বাধন।


বাংলা সাহিত্যে চির স্বরণীয় বরণীয় যারা
উৎসাহ,উদ্দিপনা,প্রেরণা পেয়েছি তাদের দ্বারা।
জাতির কাছে পাঠাবো সুখ,দুঃখ মানবতার বার্তা
আমিও যোদ্ধা,বুলেট কলম,নিশান কবিতা।