বুদ্ধি লিপী কর্ম গনক
         চেষ্টায় প্রতিবাদ,
     কর্ম কারক সুফলপ্রতি
        স্বাধে সাদ্ধে ভাত।


    যেমন দিনের পরে সন্ধ্যা নামে
           রাত পোহালে সকাল,
      তেমনি ধারায় উল্টে পাল্টে
        তারাবো দেশের আকাল।


      কেন আকাল আসে জনের ঘরে?
                স্বরনাথীর দুখ,
           বার মাসি ফসল ফলে
            জাগাবো দেশে সুখ।


       গাইবো সুখের জারি খেতের বাড়ী
            মাঠের শোভা খেত,
        গরীব,দুখি, গ্রাম শোভা
              কর্মকারী দেশ