আজ পৃথিবী বড়ই অসহায়
মানুষ গুলো অমানবিক
আর মেয়েরা আরো বেশি অনিরাপদ
মেয়েরা আরো বেশি নির্যাতিত।


তাই যখন রাত ঘুটঘুটে অন্ধকার
চারদিকে নীরবতা, তখন মনে জাগে ভয়,
অনেক দিন আগে মানুষের মাঝে ভুতে ভয় ছিল।
এখন যার ঘরে একটি মেয়ে আছে
তার অভিভাবকের মনে ছেলে মানুষের ভয়
যে মেয়েটা ঘরের বাইরে বের হয়
তার নিরাপত্তা নেই, না মৃত্যুর, না ইজ্জ্বতের ।


আজ অসহায় হয়ে গেছে নারী
একা একা ফিরতে পারবে কি বাড়ী
এ আশংকা সবসময়
একটা মেয়ে ভাবে, হয়তো রাস্তায়
ভূত থাকলেই ভালো হতো
কোন পুরুষ মানুষ নয়।
তাই তো নির্ধিদ্বায় বলা যায়
“মানুষের চেয়ে ভুত ভালো”।


4/4/16 খ্রিঃ শেরপুর ।