আমি ভালবাসি ঝর্ণাকে
এখনও মনে পড়ে সুর্বনাকে।
ভূলতে পারি না প্রীতিকে
তার বান্ধবী সুমিকে।


হৃদয়ের মাঝে এখনও
নাড়া দেয় ইন্দিরার প্রেম
তার ছোট বোন পান্না
যার কথা মনে পড়লে
আসে দুচোখে কান্না।
সে ছিল পরশে
পড়ত সে সপ্তম “ক্লাসে”।


কালো নয় তবু সে কাকলী
সেও ছিল হৃদয়ের কলি।
ইশারাতে ডাকত উহানা
দু‘ঠোটের ভাষা ছিল অজানা
কাছে পেয়ে উবানুকে
আজ নেই মনে কাউকে!


নাকের নোলকে পাগল করেছে আমাকে
জান্নাত এর ভালবাসা,
সে-জানিয়ে দিয়েছে আমার বউকে।
আজ সে চলে গেছে
বাপের বাড়িতে একা ফেলে আমাকে
মল্লিকা আজ পেতেছে হাত
পারিনি তাহাকেও ফেরাতে।


জলিকে রোজ ফোন করি রাতে
যখন সে ঘুমায়
স্বামীর সাথে।
সীমা আজ আমায় চায়
জীবন সঙ্গী করে পেতে
কাকে দেব স্থান ছোট্ট এই হৃদয়ে।