একুশ শতকে এসে শান্তি নয়
আমি আরেকবার যুদ্ধ চাই
আমার জন্য নয়, আমাদের জন্য
অধিকার আদায় করার জন্য
মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য।
পৃথিবীতে দিগ্বিদিক দামামা বাজিয়ে
মানবতাকে আরেকবার জাগিয়ে দিয়ে
নেব জীবন থেকে ছুটি
আমি দিনমজুর বেশ খুশি
পেলে ডাল ভাত রুটি।
কাউকে আক্রমণের নেই অঙ্গিকার
শুধু চাই আটশ কোটি মানুষের সমঅধিকার
ঠাই চাই সকলের মাথা গোঁজবার
ভীরুর দল, সাথে চলে
দেব আজ জবাব তার
শতাব্দীকাল ধরে বৃষ্টিতে ভিজে ভিজে
রোদে শুকিয়ে শুকিয়ে এখন
সহ্য ক্ষমতা হারিয়েছি।
আর নেই চুপ করে বসে থাকবার সময়
বেরিয়ে এসো চিৎকার করতে করতে
ছিড়ে ফেলো জড়তার জাল
শক্ত হাতে ধরো লাঙ্গল জোয়াল
আকাশেও লাগুক টান, বাঁচুক প্রাণ।