একদিন শরতের ভোরে
অথবা বৈকালে
কাশফুলের নির্জনতায় দূরে-বহুদূরে
একা বসে থাকব নরম হাওয়ায়।
বাসি-পঁচা পৃথিবীর কোলাহলকে ছুটি দিয়ে
দিগন্তে যখন মেঘের ডানা ছড়িয়ে দেবে
আর আমি লাল রঙা মেঘের কার্নিশে
মেলে দেবো হোগলা পাতার পাটি।
কাশফুল আমি চিনি
চিনি হেমন্তের কুয়াশা
যারা কখনো করে না প্রতারণা
তারপর হেঁটে নদীর কিনারে
নরম ঘাসের কোলে
শুয়ে যাব সেভাবে
যেভাবে অন্তিম ঘুমের আয়োজন।
ঘাস আর আমি বড় আপন
তাই রাখি নিমন্ত্রণ তার বাড়ি
আজ ছাড়াছাড়ি, শকুনের বাড়াবাড়ি
ইমারতে ঢেকে দেয়
গড়ে পাপের তাজমহল।