আমি এক নিমিষে
তোমার জন্যে সাগর পাড়ি দিতে পারি
তোমার জন্যে হতে পারি দেশান্তরি
তোমার জন্যে জীবনটাও
বাজি রাখতে পারি
শুধু পারব না আমি
লোকের সাথে অস্ত্র-সস্ত্র ধরতে
বন্ধুর সাথে গলায় গলায় মার করতে।
তোমার জন্যে এক লহমাতে
আকাশে দেব পাড়ি
স্বপ্নগুলো মুঠো ভরে
নিয়ে আসব বাড়ি।
শুধু পারব না আমি
তোমার জন্যে বাবার বকুনি খেতে
তোমার জন্যে পারব না আমি
মায়ের হাতে মার খেতে
পারব না আমি পাড়ার লোকের কাছে
রোমান্টিক ছেলে হতে
পারব না দীঘল রাতে কথা বলে
ফজরের নামাজ ছাড়তে
তোমায় নিয়ে বাড়ি ছেড়ে
আলাদা করে তাজমহলটা গড়তে।
ঝিনুক দিয়ে সমুদ্র সেচা
ফরহাদ আমি নই
আমি একজন সাধারণ ছেলে
খোলায় ভেজে খাই খই।
তোমার জন্যে আঁধারের সাথে
দিতে পারব আড়ি
আলোমাখা সুখে হাসিমাখা মুখে
হৃদয় ভরাতে পারি।
পারব না বাইক নিয়ে
হৈচৈ করে বৈকালে চক্কর মারতে
আমি এক বেকার ছেলে
পারি না নিজের পেটটাই ভরতে।
তোমার জন্যে ফাগুনের দিনে
প্রথম প্রহরে লিখে দেব
প্রেমের কবিতা একলক্ষ
সারাদিন আমি পারব বেড়াতে
নেব না অন্য পক্ষ।
পারবনা শুধু তোমার হাতে
আইফোন কিনে দিতে
তোমার সাথে তুলে সেলফি
পারব না পি.সি অ্যালবামে সাজায়ে রাখতে।