সেই দুবছর আগে থেকে
তোমার দেওয়া সুন্দর চেহারাটা
আর ঢেকে ঢেকে
হাঁটতে পারছি না।
তোমার সামনে দাঁড়াতে পারছি না।
আটকে আসে দম
কী নির্মম,
তবুও ঢাকতে হয় মুখ
দিলে কী অসুখ!
ধূলোও ছিলো ভালো
চলাফেরা অগোছালো
তোমার গজব যেই এলো
সবকিছু বদলে গেলো
আপন-পর চেনা হলো
আস্তিক-নাস্তিক কোথা গেলো
সকলেই পালালে বাঁচে
এবার হানা সবখানে
পালাবে আর কোনখানে!
স্বদেশ, বিদেশ, নিরুদ্দেশ,
বাজার, মসজিদ-মন্দির
চাতাল-পাতাল সমতল,
মাস্ক পরিধান আইন
নাহয় হাজার টাকা ফাইন।
এ আর কতদিন!
এবার এর বিরাম হোক
আর কত মৃত্যু শোক!
মাটির দেহ কোমল
সহ্য ক্ষমতা সামান্য
দিকে দিকে কোলাহল
আঁখি ভরা জল
মহামারী, রোনাজারি, আহাজারি,
আর কত নিতে পারি?
তোমার রহমতের দরজা খোলো
আমাদের পাপ, কর নিস্পাপ
স্বাভাবিক করে দাও সব।