শ্রাবণ মাস চলছে
প্রকৃতিতে সজীবতা উপচে পড়া
চারদিকে সবুজ বনে জেগেছে সাড়া
দেয়ালের ঘুপচিতে তৃণ আত্মহারা!
কাননে কাননে আজি ফুটিল কলি
চৌদিকে ভোমরা কুসুমে দলাদলি।
শূণ্যে আজ মেঘের ছোটাছুটি
হিম হাওয়াতে করছে লুটোপুটি
মেঘের আড়ালে লাজুক
তারকাদের আত্মহনন আজ ।
এই বাদলে হারাতে নেই মানা
অবেলাতে বর্ষা দেয় হানা
ক্ষণ না দেখে বাইরে যেতে মানা
গোপন হিয়ায় ভালোবাসা মেলে ডানা।
ঝিরঝিরে বৃষ্টিতে মন মাতালো কে
হাওয়ায় হাওয়ায় গান বিলিয়েছে যে
একত্রিশে শেষ হবে যে সে
তবুও তার নিরাশা নাই যে
প্রতিবছর ফিরে ফিরে আসে।
কাদায় কাদায় মাখামাখি রোজ
ঘরে ঘরে বসে দারুণ ভোজ
জননীরা ঘরের কোণে রেগে
শাওন বালিকা যায় না কেন ভেগে
তাদের রন্ধনশালা ভেজে
খাবার খেতে ডাক পাড়ে কে যে।
চারিদিকে জল প্লাবনের ডাক
এসব কিছু চাপা পড়াই থাক
যদিও যায় কাজ-কর্ম থেমে
তবুও প্রতি দিনই শ্রাবণ আসুক নেমে।