প্রথম দেখেছিলাম যেই দিন,
প্রেমেই পড়েছিলাম সেদিন।
হয়ত এটা প্রেম ছিলোনা,
ছিলো সামান্য ভালোলাগা।

অনন্ত রুপবতি তুমি লাগিয়েছো তাক,
তোমার প্রেমে মগ্ন একের পরে এক।
সবাই পড়েছে প্রেমে,
তবে আমি সকলের চেয়ে কিছু বেশি!
তাইতো তোমায় আজও কিঞ্চিত ভালোবাসি।