আমাদের পাড়ায় ঝগড়া হয়না
চলে রক্তারক্তি,
আমাদের পাড়ায় ভয়ের চোটে
সামনে নেতার ভক্তি!


আমাদের পাড়ায় দশ না পেরুতে
ছেলের হাতে গাঁজা,
আমাদের পাড়ায় দুর্বল হলে
লাথি-গুতা সাজা!


আমাদের পাড়ায় সন্ধ্যা হলে
চোরের বাহাদুরি,
আমাদের পাড়ায় বিচার মেলেনা
নেতার পা-হাত ধুরি।


আমাদের পাড়ায় দিন-দুপুরে
চলে গুলি-বোমা,
আমাদের পাড়ায় চোর-পুলিশে
খায় যে বসে চুমা!


আমাদের পাড়ায় চাঁদা না দিলে
চলাফেরায় মানা,
আমাদের পাড়ায় জন্ম নিলে
জ্বলবে ষোলো আনা।


১০ জানুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।