সময় তুই কেমন করে হাঁটিস
তোর কেমন লম্বা পা,
এক মুহূর্তে পাড়ি দিস
দীর্ঘ পথের গাঁ!


সকাল না হতেই দুপুর আনিস
রাত না হতেই ভোর,
বুঝতে না বুঝতেই বুড়ো হয়েছি
কাটেনি শৈশব-ঘোর!


তুই কেমন করে ছুটিস রে ভাই
এমন রুদ্ধশ্বাসে,
শৈশব-যৌবন হারিয়ে গেল
এক নিঃশ্বাসে!


তোর আসবে কবে একটুখানি
ক্লান্তি-অলসতা,
সেই সুযোগে বলে নিতাম
মনের হাজার কথা।


তোর একই পথে চলতে গিয়ে
কবে লাগবে ঘোর,
সন্ধ্যার পর এনে দিবি
নতুন আরেক ভোর!


তোর যা লাগে অর্থ-কড়ি
যা রে ভাই নিয়ে,
সময়-ঘড়ি থামিয়ে রাখ
চির-যৌবন দিয়ে!


৮ সেপ্টেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন